ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সোলোজানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
অভিষেকেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সোলোজানো ছবি: টুইটার

অভিষেক ম্যাচেই কপাল পুড়ল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জেরেমি সোলোজানোর। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে দিমুথ করুনারত্নের বল মাথায় লেগে ইনজুরিতে পড়েন তিনি।

খুব বাজেভাবে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

রোববার (২১ নভেম্বর) প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় সোলোজানোর। প্রথম সিজনের ২৪তম ওভারে খেলতে নেমে করুনারত্নের বল নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি। জড়োগতিতে ছুটে আসা বল সোলোজানোর হেলমেটের গ্রিল ভেদ করে মাথায় লাগে। সে মুহূর্তে আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। ফলে অতি দ্রুত চিকিৎসক দল মাঠে এসে ক্যারিবিয় এই ব্যাটারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায়। অবস্থা বেশি খারাপ হওয়ার কারণে কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।