ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আঁটসাঁট বোলিংয়ে শুরু বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
আঁটসাঁট বোলিংয়ে শুরু বাংলাদেশের  ম্যাচের শুরুতে মাহমুদুল হাসান জয়ের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন সাকিব/ছবি: শোয়েব মিথুন

মিরপুরের স্লো পিচেও দেখা মিলছে সুইংয়ের। সকাল থেকেই নতুন বলে ভালো বোলিং করছেন এবাদত ও খালেদ হাসান।

এর মধ্যে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার আবিদ আলীর বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন এবাদত। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। মুমিনুলও রিভিও নেননি। তৃতীয় ওভারে ফের এবাদতের বলেই লেগ বিফোরের আবেদন, এবারও ব্যাটার সেই আবিদ। কিন্তু এবারও আম্পায়ার সাড়া দেননি। রিপ্লেতে অবশ্য বল স্ট্যাম্পের বাইরে দিয়ে যেত বলেই দেখা গেছে। এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৩৪ রান।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের প্রথম দিন শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।  

টেস্ট সিরিজ বাঁচানোর মিশনে শুরুতে ফিল্ডিং করছে মমিনুলবাহিনী। এই স্বাগতিক একাদশে রয়েছে অনেক চমক। বাংলাদেশের ৯৯তম খেলোয়াড় টেস্ট অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও খালেদ হোসেনও। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।