ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
নিউজিল্যান্ডকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

নিউজিল্যান্ডকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল ভারত। ঘরের মাঠে কিউইদের দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়ে বিরাট কোহলিবাহিনী।

কানপুর টেস্ট ড্র করার পর সোমবার মুম্বাই টেস্টে ৩৭২ রানের বিশাল জয় পায় ভারত। এই জয়ে ৩ পয়েন্ট পেয়ে বর্তমানে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসনে বসেছে দলটি। আর দুই নম্বরে নেমে যাওয়া কিউইরা ৩ পয়েন্ট হারিয়ে ১২১-এ এসেছে।

১০৮ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে ইংল্যান্ড। পাকিস্তান পাঁচে, দক্ষিণ আফ্রিকা ছয়ে, শ্রীলঙ্কা সাতে, ওয়েস্ট ইন্ডিজ আটে আছে। বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। দশে আছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।