ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারাতে চান সাজিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারাতে চান সাজিদ ছবি: শোয়েব মিথুন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও ধুকছে বাংলাদেশ। প্রথম টেস্টে হারার পর এবার শেষ টেস্টে এসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা।

৭ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশকে দুইবার অলআউট করতে চান এদিন ৬ উইকেট তুলে নেওয়া পাক স্পিনার সাজিদ খান।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ম্যাচশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাজিদ খান বলেন, 'পরিকল্পনা এটাই যে কালকে এই তিন জনকে আউট করে ওদেরকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা। ববি ভাই (বাবর আজম) বলেছিলেন যে, সবাই যেন জয়ের জন্য মাঠে নামে এবং প্রত্যেকেই যেন নিজেকে উজার করে দেয়। আমরা এটাই করেছি, আক্রমণ করেছি এবং সেটির ফল মিলেছে। তবে, প্রথম টেস্টে যেরকম উইকেট ছিল, তাতে এরকম বোলিং হচ্ছিল না। '

মিরপুর থেকে চট্টগ্রামের উইকেটকে এগিয়ে রেখে তিনি বলেন, 'ওখানে টার্ন থাকলেও ব্যাটাররা সময় পাচ্ছিল। তবে সেখানেও চার উইকেট পাওয়ায় আত্মবিশ্বাস পেয়েছি। উইকেট এরকম যে, নতুন বলেও টার্ন পেয়েছি। তাই চেষ্টা করে যাব। টার্ন পাওয়া যাক বা না যাক, সাকলায়েন ভাই বলেন যে, কোনো সুযোগ দেওয়া যাবে না। তার কথা হলো, কখনও কখনও ফিল্ডিং দিয়েই আউট করতে হবে। টার্ন না মিললেও তাই আশা করি ফিল্ডিং দিয়ে আউট করে দেব। '

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।