বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজও অনায়াসেই জিতে নিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ধবলধোলাই করার পথে শেষ টেস্টে তারা জিতেছে ইনিংস ও ৮ রানে।
গতকাল বুধবার পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় পাকিস্তান দল যখন ড্রেসিংরুমে, ওই সময় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ড্রেসিংরুমে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখন ছোট এক প্লেটে অল্প খাবার নিয়ে স্ট্যান্ডের দিকে যান আবিদ। গ্যালারির চেয়ারের পাশে সিঁড়িতে বসেছিল একটি বিড়াল। পাকিস্তানি ওপেনার নিজের প্লেট থেকে খাবার দেন বিড়ালটিকে। আর বিড়ালও খুশিমনে খাবার খেয়ে যাচ্ছিল।
আবিদ আলীর বিড়ালকে খাবার খাওয়ানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ক্রিকেটারদের পাশাপাশি এক বিশেষ অতিথিও আজ মধ্যাহ্নভোজ সেরেছে। '
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটা দারুণ কেটেছে আবিদ আলীর। দুই ম্যাচের ৩ ইনিংস মিলিয়ে করেছেন ২৬৩ রান। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও একটি ফিফটিও আছে। শুধু কি তাই, চলতি বছর পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট রানও তার। এ বছর ৯ টেস্টে তিনি মোট ৬৯৫ রান করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এমএইচএম
It is not only the players who are taking lunch #BANvPAK pic.twitter.com/wZ0k3ErPZW
— Pakistan Cricket (@TheRealPCB) December 8, 2021