ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলভারউড বিশ্রামে, কলিংউডকে কোচ বানাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
সিলভারউড বিশ্রামে, কলিংউডকে কোচ বানাল ইংল্যান্ড

ক্রিকেটারদের মানসিক অবস্থাকে সবসময় গুরুত্ব দেয় ইংল্যান্ড। দেশটিতে রোটেশন পদ্ধতি অনুসরণ করে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়।

এবার কোচের ক্ষেত্রেও এমনটি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশটির প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বিশ্রাম দিয়ে নতুন ভাবে পল কলিংউডকে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

করোনা ভাইরাসের পর ফের খেলা মাঠে গড়ানোর পর থেকে টানা সিরিজ খেলে যাচ্ছে ইংল্যান্ড। মাঝখানে অবশ্য টানা সিডিউলের কারণে কয়েকবার বিশ্রাম নিয়েছিলেন সিলভারউড। এবার ঠিক একই কাজ করলেন তিনি। তার জায়গায় আসা কলিংউড সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে ইংল্যান্ড দলের দায়িত্ব পালন করেছেন।  

চলতি অ্যাশেজ সিরিজে অবশ্য ইংলিশদের দায়িত্বে আছেন কলিংউড। তবে বড়দিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে গত সপ্তাহে যুক্তরাজ্যে ফিরেছেন তিনি। এরপর জানুয়ারির মাঝামাঝি সময়ে দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ যাবেন ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

২০২০ সালে সিলভারউডের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করেছিলেন কলিংউড। এছাড়া  গ্রীষ্মের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করেছেন গ্রাহাম থর্প। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই কোচ থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন সিলভারউড। কিন্তু তার কোচিং এখন প্রশ্নের মুখে পড়েছে। কারণ চলমান অ্যাশেজের প্রথম দুই ম্যাচেই হেরেছে ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ জানুয়ারি শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকী ম্যাচগুলো হবে ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই হবে বার্বাডোজের কেনিংসটন ওভাল। অ্যাশেজ শেষ হওয়ার মাত্র চার দিন পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টির পর মার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।