ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

নতুন বছরে ভালোভাবে কামব্যাক করব: সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
নতুন বছরে ভালোভাবে কামব্যাক করব: সাকিব

পাকিস্তান সিরিজে ভালো ফর্মে থেকেও নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। যদিও তিনি জানিয়েছেন পরিবারকে সময় দেয়ার জন্যই এ বিরতি নেওয়া।

তবে ইতোমধ্যে কয়েকটি সাক্ষাৎকার দিয়ে সমালোচিত হচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্য এগুলো নিয়ে মাথা ঘামান না তিনি। নতুন বছরে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে এ বছরকে বিদায় জানান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক আশা নিয়েও গেলেও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। বাছাইপর্ব কোনোভাবে পার করলেও সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হয় টাইগারদের। এটি নিয়ে হতাশা প্রকাশ করে সাকিব বলেন, 'হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা পরিপূর্ণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ। কিন্তু এরকম এর আগেও হয়েছে। যার পরে আমরা ভালোভাবে কামব্যাক করেছি। আশা করছি নতুন বছরে আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব এবং নিজেদের আরও উন্নতি করতে পারব। '

বিশ্বকাপের পর পাকিস্তান সফরেও বাজে ফর্মে ছিল বাংলাদেশ। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে টাইগাররা। সাকিব অবশ্য এ সিরিজটি নিয়ে আশাবাদী। তিনি মনে করেন নিউজিল্যান্ডে বাংলাদেশ ভালো কিছুই করবে।  

সংবাদমাধ্যমকে সাকিব বলেন, 'সেখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষবারের সফরে অনেকেই শতক হাঁকিয়েছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই সেঞ্চুরি করেছিল। সেখানে আসলে রান করা যায়। সেই বিশ্বাসটা যেন সবাই রাখে। '

ছুট কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আবার দেশে ফিরবেন সাকিব। এবারের আসরে কোন দলের হয়ে খেলবেন তা নিশ্চিত না করলেও কারা আগ্রহ দেখিয়েছে এ ব্যাপারটি জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেন, 'এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়েছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলব। ' 

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।