বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর গণমাধ্যমের সামনে কথা বলেন মিনহাজুল আবেদিন নান্নু। কিন্তু এর কিছুক্ষণ পর জানা গেল, জাতীয় ক্রিকেট দলের এই প্রধান নির্বাচক করোনা পজিটিভ।
আজ বুধবার সন্ধ্যায় নান্নু নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নান্নু বলেন, 'আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কোনো উপসর্গ নেই। দোয়া করবেন আমার জন্য। '
জানা গেছে, আগেই কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন নান্নু। রাত ৮টার দিকে করোনা পিজিটিভ রিপোর্ট পান তিনি।
২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে। পাঁচ বছর পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে এই দায়িত্ব পান নান্নু। ২০১৯ সালে পুনরায় মেয়াদ বেড়েছিল।
গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের মতোই দায়িত্ব করে যাচ্ছেন নান্নু। গণমাধ্যমের সামনে আজ দায়িত্ব পালন করে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। কিন্তু সন্ধ্যায় তাকে শুনতে হলো করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদ।
আরও পড়ুন- ‘দল হারলে সমালোচনা হয়, জিতলে কেউ ধন্যবাদও দেয় না’
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএইচএম