ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সাকিব দলে থাকলে কাজ করা সহজ: সুজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
সাকিব দলে থাকলে কাজ করা সহজ: সুজন

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও অলরাউন্ডার সাকিব আল হাসানের মধ্যকার সম্পর্কের বন্ধন তেমন ভালো না। নানা সিদ্ধান্তে দ্বিমতসহ কিছু কারণে এ দুইজন আলাদা হয়ে থাকেন।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বরিশালের হয়ে দেখা যাবে এই দু’জনকে।

ফরচুন বরিশালের হয়ে কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। সাকিব আল হাসানে খেলবেন তার অধীনে। আগেকার দ্বন্দ্ব ভুলে অবশ্য এবার সুজন বলছেন, সাকিবের সঙ্গে তার সম্পর্কের রসায়ন ভালো। তিনি বলেন, 'ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো। '

সাকিব প্রসঙ্গের পাশাপাশি নিজের দল ফরচুন বরিশাল নিয়েও মন্তব্য করেন সুজন। তিনি বলেন, 'অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা। '

এবারের বরিশাল দলটি তারকায় ঠাসা। তারপরেও প্রতিপক্ষ দলগুলোকে অবশ্য বিবেচনা করছেন সুজন। তবে তিনি আশা করেন বরিশাল দলটিই সবচেয়ে ভারসাম্যপূর্ণ। সুজন বলেন, 'আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে... আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে। '

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।