ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
কিউইদের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে প্রোটিয়ারা

এক দিনেই ১২ উইকেট পতন দেখলো ক্রাইস্টচার্চ টেস্ট। তবে তাতে ক্ষতিটা হয়েছে নিউজিল্যান্ডেরই।

কারণ স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

আজ শনিবার দ্বিতীয় দিন শেষে প্রোটিয়াদের লিড ২০৭ রানের, কিউইদের হাতে আছে আর ৫ উইকেট।  

এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়েছিল। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ৯ রানের মধ্যে দুই ওপেনার টম লাথাম (০) আর উইল ইয়ংকে (৩) তুলে নেন রাবাদা। ডেভন কনওয়ে ১৩ ও হেনরি নিকোলস ৩৯ করে মার্কো জানসেনের শিকারে পরিণত হন। এরপর ৬ রানে টম ব্লান্ডেলকে বোল্ড করেন রাবাদা। ৯১ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা।

ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ড্যারেল মিচেল। ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন তারা। গ্র্যান্ডহোম ৫৪ ও মিচেল ২৯ রানে অপরাজিত আছেন।

এর আগে, ৩ উইকেটে ২৩৮ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা ৩৬৪ রান তুলতে সমর্থ্য হয়। মার্কো জানসেন ৩৭, কেশভ মহারাজ ৩৬ রান করেন। এছাড়া প্রথম দিনে ওপেনার সারেল আরউই ১০৮ রানের ইনিংস খেলেছিলেন। নিউজিল্যান্ডের পক্ষ্যে নেইল ওয়েগনার ১০২ রানে ৪ উইকেট নেন। ম্যাট হেনরি ৯০ রানে শিকার করেন ৩টি উইকেট।  

প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।