ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে এখনও খেলতে মন চায় সুজনের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
জাতীয় দলে এখনও খেলতে মন চায় সুজনের

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। রোববার রাতে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে দুবাই যাওয়ার সময় সাকিব নিজেই সংবাদমাধ্যমকে এমনটি জানান।

এমন মন্তব্যের পরই মূলত সাকিবকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও ক্ষোভ ঝাড়েন।

এবার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান এবং জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘সাকিব যদি খেলতে না চায়, বিসিবি ডোন্ট কেয়ার। ’  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘কেউ যদি খেলতে না চায় তার জন্য বাংলাদেশ দল বসে থাকবে এটা ভুল চিন্তা। ওকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ও তো আমাদের এমপ্লয়ি। ’

তিনি বলেন, ‘আমি অন্য কারো মনের মধ্যে যেতে পারব না। আমি এখনো খেলতে চাই, আমার বয়স ৫১ হলেও মন চায় বাংলাদেশের হয়ে খেলি। জুনিয়র একটা ছেলেকে জোর করে খেলানো যায়। কিন্তু ৩৭ বছরের একজনকে জোর করতে পারবেন?’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।