ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

নারী ওয়ানডে বিশ্বকাপ

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারে লিনের পাশে ঝুলন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারে লিনের পাশে ঝুলন

আরও একটি কীর্তি গড়লেন ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। নারী বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারে তিনি অস্ট্রেলিয়ার সাবেক বোলার লিন ফুলস্টোনের পাশে বসলেন।

এতদিন বিশ্বকাপ ৩৯ উইকেট নিয়ে একক রেকর্ডের মালিক ছিলেন ফুলস্টোন।

নারী বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের তালিকায় এরপরেই রয়েছেন ক্যারোল হেজেস (৩৭), ক্লার টেইলর (৩৬) ও ক্যাথরিন ফিটজপ্যাট্রিক (৩৩)।

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচেই এই মাইলফলকে পৌঁছান ঝুলন। তিনি কিউই উইকেটকিপার-ব্যাটার ক্যাটি মার্টিনের উইকেটটি নেন। ম্যাচে তিনি ৯ ৯ ওভার বল করে ৪১ রান ও এক মেডেন দিয়ে একটি উইকেটই পান।

আগের ম্যাচেই তিনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুণ বল করে দুটি উইকেট পেয়েছিলেন।

২০০২ সালে অভিষেক হওয়া ঝুলন বর্তমানে নারী ক্রিকেটে ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারিও। তিনি এখন পর্যন্ত ১৯৭ ম্যাচে ২৪৮টি উইকেট নিয়েছেন ২১.৭ গড়ে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।