ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিমানে ওঠার আগে তাসকিনকে সান্ত্বনা দিলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
ভারতের বিমানে ওঠার আগে তাসকিনকে সান্ত্বনা দিলেন মোস্তাফিজ

সদ্যই দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর টেস্ট সিরিজ মাঠে গড়াবে।

কিন্তু দলের সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ যাচ্ছেন আইপিএল খেলতে। তবে ভারতের বিমানে ওঠার আগে ‘অল্পের জন্য’ আইপিএল মিস করা তাসকিন আহমেদকে সান্ত্বনাও দিলেন তিনি।

বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলবেন মোস্তাফিজ। তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের প্রায় নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি। কিন্তু বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় যখন ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত, তখন তাসকিনকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ডানহাতি পেসার আবার টাইগারদের টেস্ট দলেও আছেন। ফলে তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি।  

প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েও না যেতে পারার আক্ষেপে অবশ্য পুড়তে হয়নি তাসকিনকে। কারণ শেষ ওয়ানডেতে আগুন ঝরা বোলিংয়ে টাইগারদের ম্যাচ ও ঐতিহাসিক সিরিজ জয়ের পেছনে বড় ভূমিকা ছিল তার। এমনকি শেষ ম্যাচ ও সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। আইপিএলে সুযোগ না পেয়েও না খেলতে পারায় অবশ্য মোস্তাফিজের কাছ থেকে সান্ত্বনা পেলেন তিনি। ভারতের বিমানে ওঠার আগে ফিজ বলেন, ‘'আমাদের খেলা আছে। ও আমাদের প্রধান বোলার। এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো.... কী বলব?'

এখন পর্যন্ত সাকিব-মুস্তাফিজ আইপিএলে একদলে খেলতে পারেননি। ভিন্ন দলে খেলেছেন, তাই সমর্থকরাও দুই ভাগে ভাগ হয়ে যেতেন। এবার সেটি যে হচ্ছে না, তা ভালো করেই জানেন মুস্তাফিজ, 'আমি আর সাকিব ভাই খেললে দুইটা টিম ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ সাকিব ভাই সব ফরম্যাটেই আছে এই কারণেই নির্বাচিত হয়নি (আইপিএল নিলামে)। এই আর কি। '

১৩ মাসের বেশি সময় হয়ে গেছে মুস্তাফিজ টেস্ট ক্রিকেটে খেলছেন না। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় নিয়ে তিনি বেশ আশাবাদী, 'নিউজিল্যান্ডে আমরা ভালো টেস্ট খেলেছি। এখানেও যে পারব না সেটা কিন্তু নয়। আমাদের পেস বোলার বলেন কিংবা ব্যাটার- সবাই খুব ভালো ফর্মে আছে। ওয়ানডে হোক আর টেস্টে। ইনশাল্লাহ এইবার সিরিজ জিতব। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।