ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ডিপিএলে আশরাফুলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
ডিপিএলে আশরাফুলের সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক।

গত ছয় ইনিংসে দুটি অর্ধশতক হাঁকালেও আশরাফুল ছিলেন অধারাবাহিক। তবে সপ্তম ম্যাচে শতকের দেখা পেলে অ্যাশ।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড গড়েন আশরাফুল ও মাইশুকুর। আশরাফুলের অর্ধশতকটি আসে খুবই ধীর গতিতে। ৭৭ বলে অর্ধশতক হাঁকান অ্যাশ। সেঞ্চুরি হাঁকাতে আশরাফুল বল খেলেছেন ১১০টি।

তবে শতক করেও এগিয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। ১৩৯ বলে ১৪১ রান করে অপরাজিত থেকেছেন তিনি। এই ইনিংসে ১৬ চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।