ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কামিন্সের দ্রুততম ফিফটির রেকর্ড, দারুণ জয়ে শীর্ষে কলকাতা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
কামিন্সের দ্রুততম ফিফটির রেকর্ড, দারুণ জয়ে শীর্ষে কলকাতা

মাত্র ১৫ বলেই ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিলেন 'ব্যাটার' প্যাট কামিন্স। পরিচয় মূলত বোলার হলেও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসালেন এই অজি পেসার।

সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য এক জয় পাইয়ে দিলেন তিনি; যে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দলটি।

২০২২ আইপিএলের ১৪তম ম্যাচে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছিল মুম্বাই। জবাবে কামিন্স-ঝড়ে ৫ উইকেট ও ৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।  

এই নিয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো কলকাতা। এক ম্যাচ কম খেলা মুম্বাই এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। ফলে তাদের অবস্থান তলানিতে।

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পায়নি কলকাতা। ওপেনার আজিঙ্কা রাহানে ফিরেছেন ৭ রান করেই। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও (১০) বেশিদূর যেতে পারেননি। দলীয় ৩৫ রানেই ২ উইকেট হারানো কেকেআর এরপর আরেক ওপেনার ভেঙ্গটেশ আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায়। শুরুতে স্যাম বিলিংসকে (১৭) নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। এরপর নিতিশ রানা (৮) ফেরেন দ্রুত। এমনকি দলকে ১০৫ রানে রেখে ফিরে যান কলকাতার সবচেয়ে বড় ভরসা আন্দ্রে রাসেলও। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৫ বলে এক ছক্কা ও এক চারে ১১ রান করে বিদায় নেন।  

রাসেল বিদায় নেওয়া সত্ত্বেও কলকাতার আশা হয়ে ছিলেন আইয়ার। ছুটছিলেন ফিফটির দিকে। কিন্তু অন্য প্রান্তে তখন সদ্য আসা প্যাট কামিন্স মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকান। টায়মাল মিলসের করা ওই ওভারের পরের বলেই দারুণ বাউন্ডারি হাঁকিয়ে বসেন অজি অলরাউন্ডার। ওই ওভারে আসে ১৪ রান। ফলে কলকাতার সামনে শেষ ৬ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রানের। ১৫তম ওভারে বুমরাহর বলে ফের একবার পর পর দুই বলে ছক্কা ও চার হাঁকান কামিন্স। একই ওভারে ফিফটি তুলে নেন আইয়ার। তবে তাকে একপ্রান্তে দর্শক বানিয়ে ঝড় তুলতে থাকেন কামিন্স।  

ড্যানিয়েল স্যামসের করা পরের ওভারে রীতিমত টর্নেডোর দেখা মেলে কামিন্সের ব্যাটে। প্রথম ৪ বলে তার স্কোর যথাক্রমে ৬, ৪, ৬, ৬। পঞ্চম বলে ফের ছক্কা মারতে গেলেও লং অফে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন সূর্যকুমার। কিন্তু বলটি হয় নো বল এবং সেই সঙ্গে আসে দুই রান। ফ্রি হিটে চার এবং শেষ বলে ফের ছক্কা মারেন কামিন্স! ওই ওভারে সবমিলিয়ে আসে ৩৫ রান। সেই সঙ্গে মাত্র ১৪ বলে ফিফটি স্পর্শ করেন কামিন্স। আইপিএলের ইতিহাসে এটি যৌথভাবে দ্রুততম ফিফটি। এর আগে ২০১৮ আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সমান বলে ফিফটি করেছিলেন লোকেশ রাহুল। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৬ রান নিয়ে অপরাজিত থাকেন কামিন্স; হাঁকান ৪টি চার ও ৬টি ছক্কা! অন্যদিকে কামিন্স-শোয়ে 'দর্শক' হয়ে থাকা আইয়ার ৪১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।  

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন মিলস ও মুরুগান অশ্বিন। বাকি উইকেট স্যামসের। কিন্তু ৩ ওভারে তিনি খরচ করেছেন ৫০ রান!

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানেই ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মার (৩) উইকেট হারায় মুম্বাই। এরপর ঈশান কিষাণ (১৪) ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ঈশান অবশ্য ২১ বলের মোকাবিলায় করেন মাত্র ১৪ রান। তবে ব্রেভিস খেলেন ১৯ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এরপর সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা মিলে ৮৩ রানের জুটি গড়ে মুম্বাইকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। সূর্যকুমার ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রান করে কামিন্সের বলে বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তবে ২৮ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত থাকেন তিলক এবং শেষদিকে মাত্র ৫ বলে ৩ ছক্কায় ২২ রানের ঝড়ো ইনিংস খেলে মুম্বাইকে লড়াকু সংগ্রহ পাইয়ে দেন কাইরন পোলার্ড।  

ব্যাট হাতে ঝড় তোলার আগে বল হাতেও ঝলক দেখিয়েছেন কামিন্স। ৪ ওভারে ৪৯ রান খরচ করলেও ডানহাতি পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। এছারা উমেশ যাদব ও বরুণ পেয়েছেন ১টি করে উইকেট।  

অনুমিতভাবেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কামিন্স।  

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।