ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকা সফর শেষে দেশে ফিরলেন ৮ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
দ. আফ্রিকা সফর শেষে দেশে ফিরলেন ৮ ক্রিকেটার ছবি: শোয়েব মিথুন

দক্ষিণ আফ্রিকা সফর শেষে প্রথম ধাপে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ৮ ক্রিকেটার।  

আজ (১৩ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

আরও দুই ধাপে ভাগ হয়ে আগামীকাল দেশে ফিরবেন বাকি ক্রিকেটাররাও।

আজ বুধবার দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান। ক্রিকেটারদের সঙ্গে দলের একজন স্টাফও ফিরেছেন।

ক্রিকেটাররা ফিরলেও ছুটিতে থাকবেন কোচরা। এরমধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নিজ দেশে (দক্ষিণ আফ্রিকা) থাকবেন। অন্যদিকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচরা। দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। ২৩ মে থেকে মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।