ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে দ. আফ্রিকা

ক্রিকেটবিশ্বে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগ বেশ জনপ্রিয়। প্রত্যেক দেশই আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করছে।

এরই ধারবাহিকতায় নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

শুক্রবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরের পরপরই টুর্নামেন্টের উদ্বোধনী আসর মাঠে গড়াবে।

টুর্নামেন্টের ঘোষণা দিলেও এখনও নাম ঠিক করা হয়নি। এছাড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই টুর্নামেন্ট আয়োজনে অংশীদার থাকবে সুপার স্পোর্টস। দুই প্রতিষ্ঠান মিলে একটি নতুন কমিটি গঠন করবে, যারা এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকবে। প্রাথমিকভাবে মোট ৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু করা হবে।

টুর্নামেন্টের খেলা হবে রাউন্ড-রবিন পদ্ধতিতে। দলগুলো পরস্পরের বিপক্ষে দুইবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল প্লে-অফে জায়গা করে নেবে। মোট ম্যাচ হবে ৩৩টি। প্রতি দল একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি রাখতে পারবে। নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলে নিতে হবে। উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সম্প্রচার সত্ত্ব নিয়ে ঝামেলা হওয়ায় 'গ্লোবাল টি-টোয়েন্টি লিগ' নামের সেই টুর্নামেন্ট শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।