ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক রানে ফিরবেন, বিশ্বাস সিডন্সের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ১০, ২০২২
মুশফিক রানে ফিরবেন, বিশ্বাস সিডন্সের

দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তিনি। বড় একটা দায়িত্বও তাই সবসময় কাঁধে থাকে।

কিন্তু অনেকদিন ধরেই ওই দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারছেন না মুশফিকুর রহিম। ব্যাটে রানের দেখা মিলছে না তাঁর। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই রানে ফিরবেন মুশফিক, এমন বিশ্বাস জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের।

চট্টগ্রামে সংবাদমাধ্যমকে সিডন্স বলেন, ‘প্রত্যেক ব্যাটারই খারাপ সময় পার করে যখন সে রান করতে হিমশিম খায়। মুশফিক শেষ দুইদিন যেভাবে অনুশীলন করেছে, তাতে আমি আত্মবিশ্বাসী এই সপ্তাহে সে রানে ফিরবে। আমরা ওকে দেখতে মুখিয়ে আছি। কিছু আলাদা বিষয়ে কাজ করেছি আর ওর অনুশীলন দেখে ইঙ্গিত পাচ্ছি যে সে ভালো একটা সিরিজ পার করবে। ’

কেবল যে বড় রানের দেখা পাচ্ছেন না, মুশফিকের ক্ষেত্রে ব্যাপারটা এমনও না। তাঁর আউটের ধরন নিয়েও সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে। সর্বশেষ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যের পর তার টি-টোয়েন্টি ক্যারিয়ার থেমে যাওয়ার ইঙ্গিতও মিলেছে। তবে এসব নিয়ে অভিজ্ঞ এই ব্যাটার ভাবছেন না বলেই জানালেন সিডন্স।

তিনি বলেন, ‘আমি মনে করি বাইরে কী হচ্ছে, এর চেয়ে বেশি মুশফিক পরের দুই টেস্ট খেলায় বেশি মনযোগী। আমার মনে হয় না সে ক্যারিয়ারের কোনো ফরম্যাট নিয়ে দুশ্চিন্তায় আছে। উল্টো মনে হচ্ছে এই দুটি টেস্টে সে রান কিভাবে করবে দলের জন্য, এটা নিয়ে চিন্তায় আছে। টেস্ট নিয়ে মনযোগী আছে সে। সাদা বলের ক্রিকেটে সে যথেষ্ট সফল। ’

‘যে কোনো ভালো খেলোয়াড়েরই ক্যারিয়ারে এমন সময় আসে যখন রান পায় না, কিন্তু আবার দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এভাবেই তারা গ্রেট ক্রিকেটার হয়ে ওঠে। মুশফিক একজন সফল টেস্ট ক্রিকেটার আর রানও করে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার মত খারাপ সময় যেতেই পারে কিন্তু সে ঘুরে দাঁড়াবে, রানও করবে। ’

এ সময় সংবাদ মাধ্যমকেও নেতিবাচক কথা বলা বন্ধ করার আহ্বান জানান সিডন্স, ‘আপনাদের নেতিবাচক কথা বলা বন্ধ করতে হবে। এক সিরিজ খারাপ করলে ওদের ওপর চাপ প্রয়োগ করা উচিত না। ওদের আত্মবিশ্বাস দিতে হবে, চাপমুক্ত রাখতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ১০, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।