ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরব আমিরাতের লিগে দল কিনল শাহরুখের নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ১২, ২০২২
আরব আমিরাতের লিগে দল কিনল শাহরুখের নাইট রাইডার্স

আইপিএল-ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) লিগের পর এবার আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি লিগে দল কিনলো শাহরুখ খানের নাইট রাইডার্স। বৃহস্পতিবার (১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

 

বিবৃতিতে বলা হয়, ‘আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবুধাবি ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনে নিয়েছে নাইট রাইডার্স গ্রুপ। আবুধাবি স্টেডিয়ামই হবে নাইটদের নতুন হোম ভেন্যু। আরব আমিরাতের ক্রিকেট সংস্থা খুব দ্রুত নিজেদের আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে চলেছে। সেই লিগের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের জনপ্রিয়তা আরও বাড়াতে চায় নাইট রাইডার্স গ্রুপ। ’

এই নিয়ে শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ চারটি ফ্রাঞ্চাইজির মালিক বনে গেল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে দল রয়েছে নাইট রাইডার্সের। মেজর লিগ ক্রিকেটের সঙ্গে হাত মিলিয়ে লস অ্যাঞ্জেলসেও নতুন স্টেডিয়াম তৈরি করছে নাইটরা। প্রচুর পরিমান অর্থ খরচ করেই তৈরি হবে স্টেডিয়ামটি। নিজেদের ব্র্যান্ড বিশ্বে ছড়িয়ে দেওয়া জন্যই মূলত আবুধাবির লিগে দল কিনেছে গ্রুপটি।  

দল কিনে উচ্ছ্বসিত নাইট রাইডার্স গ্রুপের মালিক শাহরুখ খান বলেন, ‘আগামী কয়েক বছরে নাইট রাইডার্স গ্রুপকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই আমি। আরব আমিরাতে টি-টোয়েন্টি ক্রিকেটের সম্ভাবনা বেশ ভাল বলেই মনে হচ্ছে। এই লিগের অংশ হতে পেরে আমরা খুবই খুশি এবং আনন্দিত। আশা করি এখানে আমরা দারুণ সাফল্য পাব। ’

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।