ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ১২, ২০২২
ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ ম্যাককালাম

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের কোচিংয়ের দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে যোগ দেবেন বলে গুঞ্জন শোনা গেছে।

এবার সেটিই সত্যি হলো। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  

এক বিবৃতিতে ইসিবি জানায়, চলতি মাসের শেষেই ইংল্যান্ডে যাবেন ম্যাককালাম। আগামী ২ জুন লর্ডসে মৌসুমে নিজেদের প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। সেটাও আবার ম্যাককালামের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজ থেকেই ম্যাককালামের দায়িত্ব গ্রহণের কথা আছে। এর আগে অবশ্য তাকে ওয়ার্ক পারমিট পেতে হবে।

সর্বশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর গত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড দলের কোচের পদ থেকে সরে যান ক্রিস সিলভারউড। এর পরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে, টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে আলাদা কোচ রাখা হবে। সেই অনুযায়ী সাদা পোশাকে জো রুটদের জন্য নিযুক্ত হলেন ১০১টি টেস্ট খেলা ম্যাককালাম। এই ফরম্যাটে ৫৪ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডসহ মোট ১২টি সেঞ্চুরি আছে সাবেক কিউই অধিনায়কের।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মে ১২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।