ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

লাইন-লেন্থ ঠিক রেখেই সফল রাজিথা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মে ২৪, ২০২২
লাইন-লেন্থ ঠিক রেখেই সফল রাজিথা ছবি: শোয়েব মিথুন

চট্টগ্রাম টেস্টে খেলারই কথা ছিল না কাসুন রাজিথার। বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হিসেবে নামেন খেলতে।

এরপর বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন।

এবার ঢাকা টেস্টে এসে পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। এতে খুশির অন্ত নেই লঙ্কান পেসারের। কোনো নির্দিষ্ট পরিকল্পনা করেই কী বাংলাদেশের ব্যাটারদের বল করেছেন রাজিথা? তিনি জানালেন, সফল হয়েছেন কেবল লাইন-লেন্থ ঠিক রেখেই।

রাজিথা বলেন, ‘ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুবই খুশি। আমি মনে করি, বেসিক ঠিক রাখতে পেরেছিলাম। দুই টেস্টেই লাইন-লেন্থ ঠিকঠাক ধরে রেখে বোলিং করে গেছি। আজকেও সেটা করে গেছি। ’

আগের ম্যাচের সঙ্গে এই ম্যাচের উইকেটের পার্থক্য জানিয়ে তিনি বলেছেন, ‘চট্টগ্রামের উইকেট কিছুটা শক্ত। ঢাকার উইকেট সে হিসেবে নরম। কিছুটা ধীরগতির। কিন্তু এখানে কিছু মুভমেন্ট রয়েছে। পেসারদের জন্য ভালো উইকেট। আগামীকাল আর তার পরদিন মনে হয় উইকেটে টার্ন দেখা যাবে। ’

বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে শ্রীলঙ্কা। পিছিয়ে আছে ২২২ রানে। ঢাকা টেস্টে কাউকেই এগিয়ে রাখছেন না রাজিথা, ‘ভালো একটা খেলা হতে যাচ্ছে। আগামীকাল অনেক কিছু নির্ভর করছে। ’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ২৪, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।