ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

না ফেরার দেশে মোহামেডানের ‘গাব্বার সিং’ সাজু 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ১১, ২০২২
না ফেরার দেশে মোহামেডানের ‘গাব্বার সিং’ সাজু 

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে হার মানলেন সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু। আজ শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।  

খেলোয়াড়ি জীবনে পেস বোলার ছিলেন সাজু। ৬ ফুটের উচ্চতার সুঠামদেহী বোলারকে তার সতীর্থরা ডাকতেন 'গাব্বার সিং' নামে। ঢাকা ক্রিকেট লিগের নিয়মিত পারফর্মার ছিলেন তিনি। '৭০ ও '৮০ দশকের শুরুতে দাপটের সঙ্গে খেলেছেন মোহামেডানের বোলার হিসেবে। যদিও জাতীয় দলের হয়ে কখনো মাঠে নামা হয়নি তার।  

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো নিয়ে আকসুর তদন্তের পর অভিযুক্তদের বিচার কাজের প্রক্রিয়ায় শৃঙ্খলাবিষয়ক প্যানেলেও ছিলেন সাজু।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।