ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড, ভারত-দ.আফ্রিকা সিরিজ ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড, ভারত-দ.আফ্রিকা সিরিজ ভাগাভাগি

দফায় দফায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার অলিখিত ‘ফাইনাল’ ম্যাচ। ২-২ সমতায় থাকা পাঁচ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ২১ বলের খেলা মাঠে গড়িয়েছে।

 

বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে রোববার (১৯ জুন) শেষ টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান তুলে ভারত। এরপরই নামে বৃষ্টি। থেমে থেমে কিছুক্ষণ পর পর বৃষ্টি হওয়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।

শুরুতে ব্যাট করতে নেমে কেশব মহারাজের ওভারে ১৬ রান নিয়ে ম্যাচ শুরু করেছিল ভারত। তবে এরপরই দুই উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন লুঙ্গি এনগিদি। ইশান কিষান ১৫ ও ঋতুরাজ গায়কোয়াড় ১০ রান করে আউট হন।  

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের জয়। টানা দুই ম্যাচ হেরে ঘুরে দাঁড়ায় ভারত। তৃতীয় ম্যাচে ৪৮ রানের জয়ের পর চতুর্থ ম্যাচে জিতে ৮২ রানে। ফলে বেঙ্গালুরুর রবিবারের পঞ্চম ও শেষ ম্যাচটি রূপ নিয়েছিল ফাইনালে। সেই ‘ফাইনালে’ জল ঢেলে দিল বৃষ্টি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।