ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ আমাদের শাস্তি দিচ্ছে : ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ওয়েস্ট ইন্ডিজ আমাদের শাস্তি দিচ্ছে : ডমিঙ্গো

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল কেবল ২৩৪ রান। আগের টেস্টের তুলনায় সংগ্রহটা ভালো, তবে যথেষ্ট যে নয় সেটাই স্পষ্ট করছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান করে ফেলেছে তারা। সেঞ্চুরি পেয়েছেন কাইল মেয়ার্স, এখনও অপরাজিত তিনি।  

প্রথম দিনের শেষ সেশনে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর থেকেই ব্যাট করছে ক্যারিবীয়ানরা। সহজেই যে তারা ছেড়ে দিচ্ছে না ব্যাটিং, সেটাও স্পষ্ট। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, ক্রিকেটারদের জন্য এটা একরকম শাস্তি।

তিনি বলেছেন, ‘ছেলেদের জন্য এটা অনেক বড় শিক্ষা। টেস্ট ম্যাচ ক্রিকেট কঠিন। যখন আপনি যতটা দীর্ঘ সময় ব্যাট করা উচিত, ততটা করছেন না, তখন ভালো দল আপনাকে শাস্তি দেবে। এখন আমাদের ওরা শাস্তিই দিচ্ছে। ’

‘ব্যাটিং ও বোলিং নিয়ে প্রশ্ন তোলার আছে। এই উইতেট ২৩০ এর না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেনো ওরা এই সংস্করণে আমাদের চেয়ে ভালো দল। ওদের একজন একশ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কী করা উচিত। ’

কাইল মেয়ার্সের ব্যাটিংয়ের প্রশংসা করে ডমিঙ্গো বলেছেন, ‘এই ম্যাচে এখনো অনেক খেলা বাকি। মেয়ার্সকে দেখবেন ইতিবাচক ব্যাটিং করেছে। কাভারে অনেক রান করেছে সে। নিজের ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ পেরেছে খেলেছে। ভাগ্যও তাঁর সঙ্গে ছিল। কিছু এজ স্লিপ ফিল্ডারের মাথার ওপর দিয়ে গিয়েছে। এক-দুটি বল গিয়েছে স্লিপের পাশ দিয়ে। কিন্তু নিজের ভাগ্য তো নিজেকেই গড়তে হয়। সে দারুণ ইন্টেনসিটি দেখিয়েছে। বাজে বলকে শাসন করেছে। ’

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।