বৃষ্টিতে ভেসে গেছে পুরো একটা সেশন। তবুও আশার খবর, শুরু হচ্ছে সেন্ট লুসিয়া টেস্ট।
সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয় বৃষ্টির কারণে। সকালেই বৃষ্টি থাকলে অনেক আগেই অবশ্য থেমে গিয়েছিল। তবে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু করা যায়নি।
মাঝে নষ্ট হয়ে গিয়েছিল শুকানোর মেশিন। পরে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় মাঠ প্রস্তুত করতে পেরেছেন মাঠকর্মীরা।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে কাইল মেয়ার্সের সেঞ্চুরিতে ৪০৮ রান করে ক্যারিবীয়ানরা। পেসার খালেদ আহমেদ ক্যারিয়ারে প্রথমবারের মতো পান পাঁচ উইকেট।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। তৃতীয় দিনশেষে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে টাইগাররা। ১৪ বলে ১৬ রান করে নুরুল হাসান সোহান ও ১৩ বলে ০ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সময় : ১২৩৮, জুন ২৮, ২০২২
এমএইচবি