ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ হেরেছে ,তবে মাইফলফলক ছুঁয়েছেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জুলাই ৩০, ২০২২
বাংলাদেশ হেরেছে ,তবে মাইফলফলক ছুঁয়েছেন লিটন

তিন ফরম্যাটে বাংলাদেশের জন্য ভরসার নাম লিটন কুমার দাস। ব্যাট হাতে দলের নির্ভরতার প্রতিক তিনি, করে যান ধারাবাহিক পারফরম্যান্স।

এবার টি-টোয়েন্টিতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন লিটন।  

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।  

এই ম্যাচেই এক হাজারি ক্লাবে ঢুকেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান ছিল ৯৮০। এই ম্যাচে ৬ চারে ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন লিটন। তাতেই পৌঁছে যান হাজারি ক্লাবে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ২০৪২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। এবার তাদের সঙ্গে এক হাজারি ক্লাবে যোগ দিলেন লিটনও।  

বাংলাদেশ সময় : ২২৫০, জুলাই ৩০, ২০২২
এমএইচবি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।