তামিম ইকবাল ও লিটন দাস শুরুটা করেছিলেন ধীরস্থিরভাবে। উইকেটে সকালের দিকে পেসারদের জন্য ছিল মুভমেন্ট।
ফিফটির পর অবশ্য বিদায় নিতে হয়েছে তামিমকে। সিকান্দার রাজার বলে হুক করতে গিয়ে কাইয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে ৯ চারে ৮৮ বলে ৬২ রান করেন তিনি।
এই সংগ্রহ করার পথে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটার তিনি। উদ্বোধনী ব্যাটার হিসেবে এই কীর্তিতে নবম তামিম।
ওয়ানডেতে চতুর্থবার ওপেনিংয়ে শতরানের জুটি গড়েন লিটনের সঙ্গে। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সবচেয়ে বেশি চারটি শতরানের জুটিতে তামিম-সৌম্য সরকারের জুটিকে ছুঁয়ে ফেলেন তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারশেষে ১ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে বাংলাদেশ। লিটন ৬২ ও এনামুল হক বিজয় অপরাজিত আছেন ৯ রানে।
বাংলাদেশ সময় : ১৫২২, আগস্ট ৫, ২০২২
এমএইচবি