উইকেটে কিছুটা বাউন্স ছিল। তাতেই খেই হারালো বাংলাদেশ ‘এ’ দল।
সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আগে ব্যাট করতে নেমে ২৩ ওভার ২ বল খেলে ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ। ওই লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে টপকে গেছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ‘এ’ দল। ৫ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ। এরপর দলীয় ১৭ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন সাইফ হাসান। ৫ বলে ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও দারুণ দুটি শটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু তিনিও নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি। ৩ চারে ২০ বলে ১৫ রান করে অ্যান্ডারসন ফিলিপের বলে তেগনারায়ণ চন্দরপলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান সৌম্য।
এরপর আর কোনো ব্যাটারই সেভাবে নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ৪১ বল খেলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি অনিক। এছাড়া ২০ বলে ১২ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।
দীর্ঘদিন দলের বাইরে থাকার পর এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। ৬ বলে ৩ রানের বেশি করতে পারেননি তিনি, ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ক্যারিবীয়দের পক্ষে ৭ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জাস্টিন গ্রেভস।
৮১ রানের লক্ষ্য খেলতে নেমে ৩৫ রানের উদ্বোধনী জুটি পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১৮ বলে ১৭ রান করা জশুয়া ডি সিলভার ক্যাচ নিজের বলে নিজে ধরে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এক বল পরই টেডি বিশপকে ফেরান তিনি।
এরপর তেগনারায়ন চন্দপলের উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৩ চারে ৩৯ বলে ২৩ রান করেছিলেন এই ব্যাটার। পরে আরও তিন উইকেট হারালেও জিততে অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন মৃত্যুঞ্জয়, দুই উইকেট পেয়েছেন মুগ্ধও।
বাংলাদেশ সময় : ১২১৬, আগস্ট ১৭, ২০২২
এমএইচবি