নাঈম-বিজয় বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও থিতু হতে পারলেন না।
পরের ওভারেই বল করতে আসেন রশিদ খান। প্রথম বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও দ্বিতীয়টি ঠেকাতে পারেননি মুশফিক। এলবিডব্লিউর আবেদন করে প্রথমে না পেলেও রিভিও নিয়ে উইকেট আদায় করে নেয় আফগানিস্তান। মুশফিক ফেরেন ১ রানেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে ধীরে-সুস্থে প্রথম ওভার কাটিয়ে দিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার নাঈম শেখ। মুজিব উর রহমানের বল বুঝে উঠতে পারেননি তিনি। ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে সরাসরি স্ট্যাম্পে আঘাত করলো বল। ৮ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি। বেশিক্ষণ টিকতে পারলেন না আরেক ওপেনার এনামুল হক বিজয়ও। মুজিবের দ্বিতীয় শিকার হয়ে ৫ রান করে বিদায় নেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আরইউ