ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো খেলা নয়, এবার শিরোপায় চোখ বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
ভালো খেলা নয়, এবার শিরোপায় চোখ বাংলাদেশের ছবি: শোয়েব মিথুন

‘আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই’ বাংলাদেশের ক্রিকেটে পরিচিত কথা। প্রায় প্রতি ম্যাচের পরই ঘুরিয়ে-ফিরিয়ে বলা হয় এমন কিছু।

কিন্তু বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর ভালো ক্রিকেট খেলতে চান না। ভুল বুঝবেন না। তার কথার মানে অন্য।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের রোদের প্রখরতা হয়তো তখনও বুঝে উঠতে পারেননি জ্যোতি। তবুও চোখের সামনে এত এত ক্যামেরা আর সাংবাদিকদের নজর তো সবসময় তাদের দিকে থাকে না। যখন এলো, জ্যোতি দেখালেন বড় স্বপ্ন।

তিনি বলছেন, এবার দরকার শিরোপা, ‘ভালো খেলার সময় কিন্তু এখন ইতোমধ্যে শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, সুতরাং চেষ্টা করবো ট্রফিটা যেন আমাদেরই থাকে আর ভালো ক্রিকেট কিন্তু আমরা খেলছি। এমন তো না যে আমরা ভালো ক্রিকেট খেলছি না। ’

‘তো ক্রিকেট তো অবশ্যই…ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার। ’

টুর্নামেন্টের আগে কী চ্যালেঞ্জ দেখেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জ বলতে এখানে শুধু এটাই থাকবে যে আমরা সব সময়ই বলি আমরা যে ম্যাচগুলো জিতি, সেখানে পুরো দলের অবদান দরকার হয়। ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড় অনেক বেশি ভালো খেলার পর কোন ম্যাচ জিতেছি তা কিন্তু হয়নি। ’

‘দেখা যাচ্ছে যে সবার ছোট ছোট অবদান থাকে সে ম্যাচগুলো আমরা জিতেছি। সুতরাং চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, আমাদের পক্ষ থেকে সেটাই থাকবে যে আমরা সবাই মিলে যে ম্যাচে পারফর্ম করতে পারব, না করতে পারাটাই থাকবে চ্যালেঞ্জ। সবাই মিলে একসাথে কন্টিবিউট করাই থাকবে চ্যালেঞ্জ। ’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।