ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারাতে বাংলাদেশের দরকার ১৬৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
পাকিস্তানকে হারাতে বাংলাদেশের দরকার ১৬৮

প্রথম ওভার দুর্দান্ত করলেন তাসকিন আহমেদ। কিন্তু দ্বিতীয় ওভারেই মোস্তাফিজ কমালেন চাপ, পুরো ইনিংসজুড়েই রান দিলেন তিনি।

ধীরগতিতে খেলতে থাকা বাবর আজমকে ফেরান মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান ঝড়ের গতিতে রান তুলতে পারেনি, তবে কমও যায়নি।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৬৮ রান। ৫ উইকেট হারিয়ে টাইগারদের সামনে এই লক্ষ্য দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডে পৌঁছালেও অধিনায়ক সাকিবকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।

টস হেরে ব্যাট করতে নেমে ৫২ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ২৫ বলে ২২ রান করে মিরাজের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন অধিনায়ক বাবর আজম। এরপর শান মাসুদের সঙ্গে ৪২ রানের জুটি হয় মোহাম্মদ রিজওয়ানের।

৪ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে নাসুম আহমেদের শিকার হন তিনি। ৬ বলে ৬ রান করা হায়দার আলির ক্যাচ দারুণভাবে ধরেন বাউন্ডারির কাছে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি।  

একপ্রান্তে উইকেট গেলেও অন্য প্রান্তে হাল ধরেন রিজওয়ান। শেষ অবধি অপরাজিত থেকে ৫০ বলে ৭৮ রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।