ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মাহুতির মিছিলে দিশেহারা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
আত্মাহুতির মিছিলে দিশেহারা বাংলাদেশ

ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার। আফিফ হোসেন ও লিটন দাসও খুব দ্রুত তুলতে পারছেন না রান।

তাতে মাঝ পথে বেশ চাপে বাংলাদেশ। হাফ সেঞ্চুরির পথে হাঁটছিলেন লিটন দাস। তবে তাকে ফিরতে হয়েছে ৩৫ রান করেই। পরের বলেই গোল্ডেন ডাক মোসাদ্দেক হোসেনের। পরের ওভারে ফিরলেন আফিফ। ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ চাপের মধ্যেই রয়েছে বাংলাদেশ।  

মোহাম্মদ নেওয়াজের বলে স্লগ সুইপে খেলেছিলেন লিটন দাস, ধরা পড়লেন হায়দার আলীর হাতে। আফিফের সঙ্গে লিটনের জুটি থামে দলের ফিফটির পরপরই। ২৬ বলে ৩৫ রান করে থেমেছেন লিটন। আগের ওভারে শাদাবকে টেনে ছক্কা মেরেছিলেন লিটন। পরে ওই ওভারেই আফিফের বিপক্ষেই দ্বিতীয় রিভিউটিও হারিয়েছে পাকিস্তান।  

পরের বলেই পেছনের পায়ে ভর দিয়ে আড়াআড়ি খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক হোসেন। আম্পায়ারের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত রিভিউ করেছিলেন, তবে কাজে আসেনি সেটি। মোসাদ্দেকের গোল্ডেন ডাকে চাপ আরেকটু বাড়ে বাংলাদেশের। পরপর দুই বলে দুই উইকেট নেই, নেওয়াজ হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। নুরুল হাসানের জন্য স্লিপেও আনা হয়েছিল ফিল্ডার, যদিও হ্যাটট্রিক পাননি নেওয়াজ।

আগের ওভারে টানা দুই বলে ফিরেছেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন। পরের ওভারে (১৪তম) ক্যাচ তুলে আউট হলেন আফিফ হোসেনও। শাহনেওয়াজ দাহানিকে মিড অফে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন আফিফ। ২৩ বলে ২৫ রান করে ফিরলেন। ১৫তম ওভারের পঞ্চম বলে নুরুল হাসানকে তুলে নিলেন লেগ স্পিনার শাদাব খান। স্লগ সুইপ করতে গিয়ে লং অনে ক্যাচ দেন। ৯ বলে ৮ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ ১৫.৫ ওভারে ৬ উইকেটে ১০১।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।