ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মিচেলের চোটে কপাল খুললো ক্লিভারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
মিচেলের চোটে কপাল খুললো ক্লিভারের

চোটে পড়ে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ড্যারিয়েল মিচেল। আর এতেই কাপাল খুললো ডেন ক্লিভারের।

ত্রিদেশীয় সিরিজে জায়গা করে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

নিউজিল্যান্ডের জার্সিতে ক্লিভারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় আয়ারল্যান্ডের বিপক্ষে; গত জুলাইয়ে। ঘরোয়া ক্রিকেটে ১১ বছর কাটিয়ে আসা এই উইকেটরক্ষক ব্যাটার আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই ৫৫ বলে ৭৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এই পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।  

সব মিলিয়ে ৮১ ম্যাচ খেলে ক্লিভারের সংগ্রহ ১ হাজার ৫৭৬ রান। স্ট্রাইক রেট ১৩৪.২৪।

অনুশীলন করার সময় শনিবার আঙুলে চোট পান মিচেল। পরে পরীক্ষা করালে তার আঙুলে চিড় ধরা পড়ে। যে কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। কিন্তু এই ইনজুরির কারণে এই অলরাউন্ডার বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।