ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা রিজওয়ান-হারমনপ্রীত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা রিজওয়ান-হারমনপ্রীত

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ রিজওয়ান। রানের ফুলঝুরি ছোটানো এই পাকিস্তানি ব্যাটার আছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

এবার আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে মাসসেরা নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর।

মাস সেরা হতে রিজওয়ান পেছনে ফেলেছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। দুজনেই গত মাসে আলো ছড়িয়েছেন। তবে রিজওয়ান ছিলেন তাদের চেয়েও উজ্জ্বল। বিশেষ করে টি-টোয়েন্টিতে। গত মাসে ১০ ম্যাচ খেলে ৭টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। এর মধ্যে এশিয়া কাপে হংকং ও ভারতের বিপক্ষে সত্তোরোর্ধ ইনিংস খেলেছেন। ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারলেও ওই ম্যাচে ফিফটি হাঁকান তিনি।

এরপর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও রানের দেখা পেয়েছেন রিজওয়ান। সিরিজের প্রথম ৫ ম্যাচের ৪টিতে ষাটোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। এক ম্যাচ কম খেলেও ৬৩.২০ গড়ে ৩১৬ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান।  

মেয়েদের ক্রিকেটে হারমনপ্রীত কৌর আছেন দুর্দান্ত ফর্মে। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। আর তাতেই স্বদেশী সতীর্থ স্মৃতি মান্দানা ও বাংলাদেশের নিগার সুলতানাকে পেছনে ফেলে মাস সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ওই সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে যা ভারতের প্রথম সিরিজ জয়। ২২১ গড়ে ২২১ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। প্রথম দুই ম্যাচে ফিনিশারের ভূমিকাতেও দেখা গেছে তাকে। সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৭৪ রান করে ভারতকে ২২৮ রানের লক্ষ্য তাড়ায় জয় এনে দেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ১৪৩ রান; মাত্র ১১১ বলে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।