ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আমাদের খুব বেশি বিকল্প নেই: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
আমাদের খুব বেশি বিকল্প নেই: সাকিব

টি-টোয়েন্টিতে হেরেই চলেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোতেই হারতে হয়েছে।

সর্বশেষ হারটি এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই অবস্থা থেকে শিগগিরই বের হওয়া যে সম্ভব নয়, এটি স্পষ্ট হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের কথায়।  

তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমাদের খুব বেশি বিকল্প নেই। আমরা জানি বিশ্বকাপে আসলে কোন দলটা যাচ্ছে। আমরা সবাইকে একটা করে ম্যাচ সুযোগ দিয়েছি যাতে বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনটা পেতে পারি। আমরা এখানে এসেছি জয়ের জন্য। যদি জিততে পারি সেটা আমাদের মোমেন্টাম দিবে। আগামীকালকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ’

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিলেন না সাকিব। কিউইদের বিপক্ষে আগের ম্যাচে ১৬ রান করলেও সাকিবের ব্যাটে আজ এসেছে দলের পক্ষে সর্বোচ্চ রান। ৪৪ বলে খেলেছেন ৮ চার ১ ছক্কায় ৭০ রানের ইনিংস। নিজে রান করতে পেরে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন সাকিব।

তিনি বলেছেন, ‘যখন আপনি রান পাবেন তখন ভালো অনুভব করবেন। পিচটা ভিন্ন ছিল আমরা যেগুলোয় খেলেছি সেগুলোর তুলনায়। নিউজিল্যান্ড আমাদের খুব বড় লক্ষ্য দিয়েছে, আমরা পুরো ম্যাচেই পিছিয়ে ছিলাম। সম্ভবত আরও ১৫-২০ রান বেশি করতে পারতাম। ’

‘আমরা উইকেট হারাচ্ছিলাম যার খেসারত দিতে হয়েছে ম্যাচে। আপনি যদি খেয়াল করেন তিনটা ম্যাচেই ১০ ওভারের পর প্রতি দুই ওভার শেষে উইকেট হারাচ্ছি। এটা আদর্শ না, রান তাড়ার বদলে কেবল জুটি গড়ায় নজর দিচ্ছিলাম আমরা। ’

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।