প্রথম ওভারেই নিজেদের ‘ইন্টেন্ট’ জানালেন সৌম্য সরকার। তিনি খেলে গেলেন তার মতোই।
হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৭ রান।
প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু করেন সৌম্য, দুই বাউন্ডারি থেকে নেন ১২ রান। এরপর চতুর্থ ওভারে এসে টানা দুই বাউন্ডারি হাঁকান শান্ত। পাওয়ার প্লের শেষ ওভারে এসে প্রথম ছন্দপতন হয় বাংলাদেশের। ভ্যান মেকেরেনের করা দ্রুতগতির শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন সৌম্য। দুই চারে ১৪ বলে ১৪ রান করেন তিনি।
পরের ওভারের প্রথম বলে শান্তকেও হারায় বাংলাদেশ। এবার সুইপ করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দেন শান্ত। ৪ চারে ২০ বলে তার ব্যাট থেকে আসে ২৫ রান।
বাংলাদেশ সময় : ১০২৮, অক্টোবর ২৪, ২০২২
এমএইচবি