ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

শুরুর দিকে ওপেনার কুশন মেন্ডিসের উইকেট হারানোয় রানের চাকা কিছুটা শ্লথ হয়ে পড়ে শ্রীলঙ্কার। মাঝে অস্ট্রেলিয়ার বোলাররাও চেপে ধরেছিলেন।

কিন্তু শেষদিকে চারিথ আসালাংকার ঝড়ো ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ালো লঙ্কানরা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে অজিদের সামনে ১৫৮ রানের লক্ষ্য দিল তারা।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ পার্থ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা লঙ্কান ওপেনারদের চাপে ফেলে দেয়। সেই চাপে দ্বিতীয় ওভারেই বিদায় নেন কুশল। ৬ বলে ৫ রান করে এই উইকেটকিপার-ব্যাটার অজি পেসার প্যাট কামিন্সের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

প্রথম উইকেট হারানোর পর লঙ্কানদের রান তোলার গতি কমে যায়। তবে তারা উইকেট ধরে রাখে। এর সুফলও পায় তারা। পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬৯ রান। ধনঞ্জয়া ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলে অ্যাস্টন অ্যাগারের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। এরপর ২২ রান যোগ হতেই রান আউট হয়ে ফেরেন ওপেনার নিশাঙ্কা। একপ্রান্ত ধরে রাখায় মনোযোগ দেওয়ায় ওয়ানডে গতিতে ৪৫ বলে ৪০ রান করেন তিনি।

লঙ্কানদের চতুর্থ ধাক্কা দেন মিচেল স্টার্ক। অজি ফাস্ট বোলারের বলে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভানুকা রাজাপক্ষে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারা শ্রীলঙ্কা। অধিনায়ক দাসুন শানাকা অজি উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ ফেরেন ৩ রান করে। এরপর ১৮তম ওভারে দলীয় ১২০ রানে ষষ্ঠ উইকেট হিসেবে আউট হম ওয়ানিন্দু হাসারাঙ্গা (১)। বিপর্যয়ের মধ্যেও হাল ধরে রাখেন চারিথ আসালাংকা। শেষ ওভারে তার ও করুণারত্নের ব্যাট থেকে আসে ২০ রান। পর্যন্ত ২৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আসালাংকা। চামিকা করুণারত্নে করেন ৭ বলে অপরাজিত ১৪ রান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।