২০ মাস পর প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিল ওয়েলিংটনের স্কাই স্টেডিয়াম। কিন্তু বাধ সাধলো প্রকৃতি।
তবে ক্রিকেট খেলতে না পারলেও, অলস সময়টা ভিন্ন এক খেলায় কাটিয়ে দিলেন দুই দলের ক্রিকেটাররা। যাকে বলা হয় ‘ফুটভলি’। সাধারণত ভলিবল হাত দিয়ে খেলে থাকেন সবাই। কিন্তু হাতের পরিবর্তে ফুটবলের মতোই এখানে পা দিয়ে লাথি মারেন কেন উইলিয়ামসনরা ।
কয়েকটা চেয়ার সমান্তরাল ভাবে সাজিয়ে বিভাজন তৈরি করা হয় । এরপর দল বেঁধে খেলেন ভারতের ইউজবেন্দ্র চাহাল, সাঞ্জু স্যামসন ও কিউই লেগ স্পিনার ইশ সোধি। চেয়ারের অপর প্রান্তে ছিলেন টিম সাউদি, ব্লের টিকনার ও কিউই কোচিং স্টাফের সদস্য। খেলার এই ভিডিওটি টুইট করে বিসিসিআই। তার আগে নিউজিল্যান্ড ক্রিকেটও একই ধরণের ভিডিও টুইট করে। তবে সেখানে খেলতে দেখা যায় অধিনায়ক কেন উইলিয়ামসনকে। বৃষ্টির কারণে বাকিটা সময় এভাবে খুনসুটিতেই মেতে উঠেন দুই দলের ক্রিকেটাররা।
এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার মাউন্ট মঙ্গানুইতে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেদিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই।
বাংলাদেশ সময়: ১৬২৯, নভেম্বর ১৮, ২০২২
এএইচএস
#TeamIndia and New Zealand team enjoy a game of footvolley as we wait for the rain to let up.#NZvIND pic.twitter.com/8yjyJ3fTGJ
— BCCI (@BCCI) November 18, 2022
Football volleyball while we wait for the rain to pass ? ⚽️#NZvIND #CricketNation pic.twitter.com/dTU5Z2NbqH
— BLACKCAPS (@BLACKCAPS) November 18, 2022