ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
পাহাড় কাটার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ এলাকায় পাহাড় কাটার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদি হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

 
মামলায় আসামিরা হলেন- মো. ইউচুপ আলী (৫৮), মো. শাহজাহান বাদশা (৪০)।

চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, বায়েজিদ থানার ইসলামপুর, মাঝেরঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে গত ১০ নভেম্বর সরেজমিন পরিদর্শন করে পরিবেশ অধিদফতরের একটি দল।

এতে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পরে দুই দফা শুনানি শেষে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়।  

পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বাংলানিউজকে বলেন, সরেজমিন তদন্তে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় শুনানি শেষে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় পরিবেশ অধিদফতর। কার্যালয়ের একজন সহকারী পরিচালক মামলাটি দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।