চট্টগ্রাম: সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে শিক্ষাবৃত্তি দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
রোববার (১ জানুয়ারি) নগরের চশমা হিলে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিবারের সদস্যদের হাতে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী।
জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমার পিতা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের গণমানুষের নেতা ছিলেন। তাই আমার পিতার কুলখানিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষের উপস্থিতি ছিল।
উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত ১০ জনের প্রতি পরিবার থেকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা ও ২ লাখ টাকা করে প্রদান করে মরহুম মহিউদ্দিন চৌধুরীর পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা করে প্রদান করেন। এছাড়াও বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছিল। এছাড়া প্রতিবছর মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
পিডি/টিসি