ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ১৯৪ একর খাস জমি উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
সীতাকুণ্ডে ১৯৪ একর খাস জমি উদ্ধার 

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাট লিংক রোড এলাকায় ১৯৪ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল আলম।

 

অভিযানে সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই শাখাওয়াত হোসেন, ভাটিয়ারী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. নুরুল হাসান, সার্ভেয়ার অহিদুর রহমান প্রমুখ।

সীতাকুণ্ড সহকারী কমিশনার ভুমি আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও বলেন, এসব জমি দখলে নেয় স্থানীয় কিছু ব্যবসায়ী। তারা সেখানে রেস্টুরেন্ট, হোটেল, সমিতিসহ নানান ব্যবসা পরিচালনা করছিলো। বিষয়টি নজরে আসলে তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ করা হয়। কিন্তু তারা প্রতিষ্ঠান সরায়নি। পরে সেখানে অভিযান পরিচালনা করে সরকারি এসব খাসজমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।