ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরীর ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌরসদরের চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় প্রিয়া রানী ঋষি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে।  

বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রিয়া রানী ঋষি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং এলাকার বাসিন্দা। সে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় জনৈক মফিজের বাসায় ভাড়ায় থাকতো মা-বাবার সঙ্গে।

পাশাপাশি বাঁশবাড়িয়া ইউনিয়নে একটি জুতা তৈরির কারখানায় মা ও বাবার সঙ্গে শ্রমিকের কাজ করতো।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন জানান, রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাইপাস এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক প্রিয়া রানী ঋষিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষে কোনও মামলা করা হবে না বলে তারা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।