ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং কালেক্টরস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
চিটাগাং কালেক্টরস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম: স্মারক সংগ্রাহকদের সংগঠন চিটাগাং কালেক্টরস ক্লাব এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) নগরে জুবিলি রোডে সংগঠনটির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ-গবেষক হারুন রশীদ।

অনুষ্ঠানে তিনি বলেন, ইতিহাস-ঐতিহ্যে চট্টগ্রামের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।

সভ্যতা-সংস্কৃতির কালক্রমে যে বিবর্তন, তা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সুস্পষ্টভাবে ফুটে উঠে। এজন্য বলা হয়ে থাকে, চট্টগ্রামের পরতে পরতে আছে ইতিহাস, কালোত্তীর্ণ ইতিহাস। এ চট্টগ্রামের ইতিহাস জন্ম দিয়েছে অনেক মনীষীর। তাদের অনেক অবদান রয়েছে। আমাদের দায়িত্ব এসব মনীষীর অবদান খুঁজে বের করে সংরক্ষণ করা। তাদের অবদান প্রজন্মের কাছে তুলে ধরা।

সংগঠনের সাধারণ সম্পাদক সুজয় সেনগুপ্তের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি প্রবাল দের সভাপতিত্বে আলোচনা অংশ নেন সিনিয়র সহ সভাপতি এ এইচ এম ফেরদৌস, প্রদর্শনী সম্পাদক সুব্রত চৌধুরী, সহ সাধরণ সম্পাদক তোফায়েল আমিন রবীন, সাংগঠনিক সম্পাদক সত্যজিত ঘোষ, উপদেষ্টা চিনু সাহা, ডিজাইনার ফাতেমা ফেরদৌস নিপা এবং দেবাশীষ রায়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এমআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।