ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে গরু চুরির চেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে গরু চুরির চেষ্টা  ...

চট্টগ্রাম: গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরি করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা।

মঙলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন- শাওন দাশ (২২) ও আমির হোসেন (১৯)।

মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এস রেজাউল করিম বাংলানিউজকে বলেন, পুলিশের স্টিকার লাগিয়ে রাতে গরু চুরি করতে এসেছিল ৪-৫ জনের একটি দল।

পরে স্থানীয়রা টের পাওয়ার পর তাদের ধরার চেষ্টা করে। এর মধ্যে তিনজন পালিয়ে গেলেও দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) এমরান হোসেন বাংলানিউজকে বলেন, চোর আটক করার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেওয়া হয়। তাদের সঙ্গে থাকা পুলিশ স্টিকার লাগানো চট্টমেট্রো খ ১১-০০৮০ নাম্বারের গাড়িটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।