ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডের সন্ত্রাসী পারভেজ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
সীতাকুণ্ডের সন্ত্রাসী পারভেজ গ্রেফতার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সন্ত্রাসী ইমরান হোসেন পারভেজকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ছোট দারোগারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার পারভেজ সীতাকুন্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ছোট দারোগারহাট সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সামনের রাস্তায় পারভেজ অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিল । খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহামেদ বাংলানিউজকে বলেন, গ্রেফতার পারভেজ সীতাকুণ্ডের আরেক ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা আছে। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।