ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেডিসনে শুরু ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
রেডিসনে শুরু ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল

চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের একমাত্র পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয়েছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। ইলিশ থেকে শুরু করে বাহারি পদে সাজানো সিগনেচার বুফ্যে ডিনার ভোজনরসিকদের মুগ্ধ করছে।

 

বুধবার (২৫ জানুয়ারি) রাতে রেডিসনের দ্য এক্সচেঞ্জ রেস্টুরেন্টে জমজমাট এ ফ্যাস্টিভ্যালের উদ্বোধন করেন ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

উদ্বোধন অনুষ্ঠানে হোটেলের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, বিশেষজ্ঞ চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়াসহ হোটেলের ব্যবস্থাপক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

উপমহাদেশীয় স্বাদ, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এ ফ্যাস্টিভ্যালের আয়োজন করেছেন বলে জানান হোটেল কর্তৃপক্ষ।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।