ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ইটভাটা মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
বাঁশখালীতে ইটভাটা মালিককে জরিমানা

চট্টগ্রাম: বাঁশখালীতে ইট তৈরিতে কৃষি জমির মাটি ও পোড়াতে কাঠ ব্যবহার করায় ইটভাটা মালিক মো. আজিজুল হককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের গাজী ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বিভিন্ন অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা  হয়েছে।  

অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সহযোগিতা করেন।

 জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।