ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোবাইল ফোনের আইএমইআই নম্বর পাল্টিয়ে বিক্রি, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
মোবাইল ফোনের আইএমইআই নম্বর পাল্টিয়ে বিক্রি, আটক ৪

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে কেনাবেচায় জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে ১৮টি চোরাই মোবাইল ফোন এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের হিলভিউ এলাকা এবং চকবাজারের বালি আর্কেড থেকে চক্রের ৩ সদস্যকে আটক করা হয়৷ পরে তাদের দেওয়া তথ্যমতে অপর একজনকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আটক করা হয়।

আটককরা হলেন, রেজাউল করিম সুজন (২৬),  মো. নয়ন (২৫), শহীদুল ইসলাম পিন্টু (২২) ও মো. জাহাঙ্গীর (৩৪)।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যমতে ১৮টি মোবাইল ফোন এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।  

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।