ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
‘স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড’  ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামে সরকারের সুবিধাভোগী প্রায় ১০ লাখ পরিবার আছে যারা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। হাজার হাজার পরিবার আছে যারা বিভিন্ন ভাতা, উপবৃত্তি পাচ্ছেন।

তাদের ডাটা তৈরিতে স্বেচ্ছায় সবাইকে যুক্ত হতে হবে।  

শনিবার (৪ মার্চ) বিকেলে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মীসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী।  

শিক্ষা উপমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ’র আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ‘নির্মল রঞ্জন গুহ দক্ষ সংগঠক ছিলেন। মানুষের সেবায় তিনি যেভাবে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের কাজে লাগিয়েছেন, এটা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কাছে উদাহরণ হয়ে থাকবে’।  

মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। যে কোনও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য ইতিহাস সৃষ্টিকারী সংগঠন। আওয়ামী লীগের সহযোগী শ্রেষ্ঠ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের কর্মী সংগ্রহ, নবায়ন কর্মসূচি আগামী নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জয় হাজরা, জাতীয় পরিষদের সদস্য হারুনর রশীদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।