ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দর্শকের দেখা মিলেছে জহুর আহমেদ স্টেডিয়ামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, মার্চ ৯, ২০২৩
দর্শকের দেখা মিলেছে জহুর আহমেদ স্টেডিয়ামে ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দর্শকের দেখা পেয়েছে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। সর্বশেষ বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দর্শক ছিলনা মাঠে।

কিন্তু বৃহস্পতিবারের (৯ মার্চ) চিত্রটা ভিন্ন।  

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান ফটক ঘুরে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে দর্শকদের লম্বা লাইন।

কেউ এসেছেন বাংলাদেশের জার্সি গায়ে, কারও হাতে উড়ছে লাল সবুজের পতাকা।  

খেলা দেখতে আসা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের জুবাইর কবির রাহাত বাংলানিউজকে জানান, মাঠে বসে খেলা দেখার মজা আলাদা। তাই দেখতে এসেছি। তবে মাঠে প্রচন্ড রোদ। তারপরও খেলা দেখতে এসেছি।  

ওমর গণি এমইএস কলেজের শিক্ষার্থী মো. ফাহিম বলেন, স্টেডিয়ামটা একটু বেশি দূরে। তাই যাওয়া আসা খুবই সমস্যা হয়। রাতে খেলা শেষে যাওয়ার সময় গাড়ি পাওয়া যায় না। অনেক দূর পর্যন্ত হাঁটতে হয়। তাই অনেকে স্টেডিয়ামে এসে খেলা দেখতে আগ্রহী হন না।  

এ দর্শক আরও বলেন, দিনে প্রচন্ড রোদে দর্শকদের কষ্ট করতে হয়। গ্যালারির ওপর কোনো ছাউনি থাকলে অন্তত দর্শকরা রক্ষা পেত। এদিকে বিসিবির দৃষ্টি দেওয়া উচিত।  

এ সময় বেশ কয়েকজন দর্শক অভিযোগ করেন ম্যাচের টাইমিং নিয়ে। তারা জানান, বাংলাদেশের ম্যাক্সিমাম অফিস শেষ হয় পাঁচটায়। এছাড়াও ভার্সিটির ছাত্রদের ক্লাস শেষ হয় তিনটার দিকে। সেই হিসেবে খেলা দেখতে আসলেও তো পুরো ম্যাচ দেখতে পারবে না তারা। সাপ্তাহিক ছুটি সামনে থাকতেও কেন বৃহস্পতিবার ম্যাচ আয়োজনের কথা হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন।  

এদিকে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  শেষ খবর পাওয়া পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে সংগ্রহ ১৫৬ রান।  
  
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।